শম্ভুনাথ সেনঃ
কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের আর্থিক সহায়তায় মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বীরভূমের মহোদরিতে পঞ্চায়েতের হলঘরে আজ ১৪ সেপ্টেম্বর এক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। লাভপুর ব্লকের চৌহাট্টা-মহোদরী ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীন সেল্ফ হেল্প গ্ৰুপের মায়েরা ও এলাকার অন্যান্য মহিলা সহ এই কর্মশালায় অন্তত ৫০ জন অংশগ্রহণ করেন। বোলপুর শান্তিনিকেতন শাখার INDIAN BANK এর উদ্যোগ এবং ‘অন্য বসন্ত’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় চলে এই কর্মশালা। সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রুজ, সম্পাদক অরবিন্দ দাঁ জানান জুটের ব্যাগ নির্মাণ, মোমবাতি তৈরি, মৌমাছি পালন, নরম খেলনা পুতুল নির্মাণ এমন বিবিধ বিষয়ের উপর বিনামূল্যে প্রশিক্ষণ এবং ব্যাংকের আর্থিক সহায়তা নিয়ে কিভাবে গ্রামীণ মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই পরামর্শ দেওয়া হয় এদিন। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যাংকের ডিরেক্টর কে.এস.রাও সহ আধিকারিক অসিত সাঁতরা, নইমুদ্দিন পটুয়া প্রমুখ।