শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি সংলগ্ন কড়িধ্যা শালবুনি আদিবাসী পাড়ায় অসহায় মায়েদের জন্য গড়ে উঠেছে “স্বপ্নপুরী”নামে একটি বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে এখন ১৬ জন অসহায়, সম্বলহীন মায়েরা থাকার জায়গা পেয়েছেন। আজ এই সব মায়েদের হাতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। সিউড়ি সংলগ্ন হাটজন বাজারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী অশোক কুমার মণ্ডল তিনি প্রত্যেকের জন্যই একই কালারের একই শাড়ি আজ দান করেন। উল্লেখ্য, এই বৃদ্ধাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা তাঁর নাম ছবিলা খাতুন। সিউড়ি সাইবার ক্রাইম থানায় লেডি কনস্টেবল পদে তিনি কর্মরত। গত ২ অক্টোবর, ২০২২ তাঁর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এই বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন তৎকালীন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। ছবিলা খাতুন জানিয়েছেন ছোটবেলা থেকেই অসহায় মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। পুলিশের চাকরি করতে এসে সে দেখেছে সহায় সম্বলহীন নারীদের দুর্দশা। সেই ভাবনা থেকেই “ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম” নামে তিনি এই প্রতিষ্ঠান নির্মাণ করেছেন নিজস্ব উদ্যোগ ও ভাবনায়। ভারতীয় রেলের আদলে নির্মিত দুটি রুমে ২০ সিটের এই বৃদ্ধাশ্রমে বর্তমানে ১৬ জন অসহায় মা তাদের থাকা খাওয়ার ঠাঁই পেয়েছেন। তাদের মধ্যে একজন বিহারের। এ তথ্য জানিয়েছেন বৃদ্ধাশ্রমের কর্ণধার ছবিলা খাতুন।