শম্ভুনাথ সেনঃ
আজ ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। বীরভূমের শক্তিপীঠ, তন্ত্রক্ষেত্র তারাপীঠ সেজে উঠেছে এক অন্য সাজে। সকাল থেকেই পুজো দিতে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত-পুণ্যার্থীরা। ফুল, ফল, নৈবেদ্য নিয়ে মন্দিরের সামনে লম্বা লাইন। এই বিশেষ তিথিতে বিপুল সংখ্যক পুন্যার্থী ও যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল তিন দিন “হাওড়া-রামপুরহাট” বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ ভোরে স্নানের পর মাতারাকে রাজবেশে সাজানো হয়। ভোর ৪.৩১ মিনিটে শুরু হয়েছে অমাবস্যা তিথি, থাকবে আগামীকাল সকাল ৬.২৯ মিনিট পর্যন্ত। দুপুরে পঞ্চব্যঞ্জন এ মায়ের সামনে ভোগ নিবেদন করা হয়। এমন পূণ্য তিথিতে তারামায়ের দর্শন এবং পূজা দেবার নিমিত্তে দেশ-বিদেশের ভক্ত অনুরাগীরা ছুটে এসেছেন তীর্থক্ষেত্র তারাপীঠে। উল্লেখ্য, ১২৭৪ বঙ্গাব্দের এমন এক কৌশিকী অমাবস্যায় সাধক বামাক্ষ্যাপা মাত্র ৩০ বছর বয়সে তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় তারামায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন। এই উপলক্ষে আজ মন্দির চত্বরে মহাযজ্ঞ ও নিশিপূজার আয়োজন করা হয়েছে। এই তন্ত্রক্ষেত্রে হাজার হাজার সাধু সন্তদের সঙ্গে এসেছেন কিছু বিদেশী তন্ত্রসাধকেরাও। সন্ধ্যায় তারাপীঠ মহাশ্মশানে হোমকুন্ড জ্বালিয়ে চলবে যজ্ঞ আরাধনা ও তন্ত্রসাধনা। সারা তারাপীঠ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে প্রবেশপথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তার কড়া ব্যবস্থায় রাস্তা-ঘাট সর্বোত্রই চলছে পুলিশী টহল। রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের সঙ্গে এলাকাবাসীও এই ক’দিন বেশ আনন্দে মাতোয়ারা।