বীরভূমের দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডের জন্মদিনে আশ্রমের ছাত্র হিসেবেই আশীর্বাদ দিলেন আশ্রমিক মহারাজরা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডের আজ জন্মদিন। কোনো আনুষ্ঠানিকতা বা আড়ম্বরতা নয়, হঠাৎ দুবরাজপুর শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমের অঙ্গনে এক আবেগঘন মুহূর্তে আপ্লুত হন পীযূষ পান্ডে। তাঁর জন্মদিন শুনেই দীর্ঘায়ু কামনা করলেন আশ্রমিক মহারাজরা। বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ পীযূষ পাণ্ডের গলায় পরিয়ে দেন ফুলের মালা। সাঁইথিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী ধ্রুবানন্দ মহারাজ শুরু করেন মঙ্গলাচরণ। মিষ্টি মুখে আপ্যায়িত করেন আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। মহারাজদের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন পীযূষ পান্ডে। পুরপ্রধানের সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সকলেই। ১৯৬০ খ্রিস্টাব্দের এমন এক ১৬ সেপ্টেম্বর পীযূষ পাণ্ডের জন্মদিন। প্রাইমারী থেকে রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সারদা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে প্রাথমিকে পড়াশোনা। পরে দুবরাজপুর শ্রীশ্রী সারদা বিদ্যাপীঠে ভর্তি হন। ১৯৭৬ এ পাশ করেন মাধ্যমিক। ঠাকুর সত্যানন্দ দেবের আশীর্বাদ ধন্য পীযূষ পাণ্ডে অন্য পরিচিতির বাইরে আশ্রমের ছাত্র হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন বেশি। আশ্রমের যে কোনো অনুষ্ঠানে যেমন তার আমন্ত্রণ থাকে তেমনি সবকিছু ব্যস্ততার বাইরেও আশ্রমের অনুষ্ঠানে যোগদান পীযুষ পাণ্ডের এক অনিবার্য দিক। আজও ঠিক আশ্রমের চূড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে তার জন্মদিনের আবেগঘন মুহূর্তের ছবি ধরা পড়লো অনেকেরই মোবাইল ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *