পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের বীরভূম জেলা সম্মেলন মহঃবাজারে

দীপককুমার দাসঃ

আজ রবিবার মহঃ বাজারে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের বীরভূম জেলা ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হল মহম্মদবাজারের একটি অনুষ্ঠান ভবনে। জেলার প্রতিটি ব্লক থেকে ১৫০ জনের অধিক লোকশিল্পীরা এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ‍্য নেত‍ৃত্ব মনো সরেন, রাজ‍্য সম্পাদক মণ্ডলীর সদস‍্য সাথী শের আলী সহ অনান্য নেতৃত্বরা। সম্মেলন থেকে ২৭ জনের জেলা কমিটি গঠন করা হয়। এদিন সংগঠনের সভাপতি নির্বাচিত হন শীতল বাউরি ও সম্পাদক রামু মার্ডি। এছাড়াও এই সম্মেলন মঞ্চ থেকে প্রবীন শিল্পী তথা প্রখ‍্যাত গীতিকার রতন কাহার, জালাল শা ফকির, রাধাশ‍্যাম দাস বাউল, এবং লোটো শিল্পী হরপ্রসাদ গুপ্তকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্মেলন শেষে শিল্পীদের নিয়ে মহম্মদবাজার হাটতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *