সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ২৮ শে সেপ্টেম্বর সমগ্র বিশ্বের পাশাপাশি বীরভূম জেলারও বিভিন্ন প্রান্তে মুসলিম অধ্যুষিত এলাকায় পালিত হবে বিশ্ব নবী দিবস। সেই উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে খয়রাসোল থানায় এক আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার। আলোচনা শুরুর প্রাক মুহুর্তে ভূয়ো ফোন, জমিজায়গা বা গাড়ী কেনাবেচা, আধার সংক্রান্ত বা ব্যাঙ্কের নাম করে ভূয়ো ফোন ইত্যাদির বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় খয়রাশোল থানার পক্ষ থেকে।
উল্লেখ্য বিশ্ব নবী দিবস উপলক্ষে মুসলিম অধ্যুষিত বিভিন্ন গ্রাম এলাকায় শোভাযাত্রা, ইসলামিক কুইজ, ধর্মীয় জলসা, কোরআন তেলাওয়াত, মাজার শরীফ জিয়ারত, মিলাদ মাহফিল ইত্যাদি কর্মসূচি পালিত হয়ে থাকে। সেই হিসেবে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রক্ষার্থে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানার ব্যবস্থাপনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। খয়রাশোল থানার অধীনস্থ ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের পেশ ইমাম বা মসজিদ কমিটির সদস্য, সমাজসেবী সহ পুলিশ প্রশাসনের বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয় যে, বাংলার রীতিনীতি তথা সাংস্কৃতিক আচার-আচরণ সেটাকে মেনে চলা। পারস্পরিক সম্প্রীতি অটুট রাখা। কালীপুজো দুর্গা পুজো মহরম ঈদ ইত্যাদি অনুষ্ঠানে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন যেমন পরস্পরের সাথে মিলেমিশে উৎসবে মেতে ওঠে অর্থাৎ “ধর্ম যার যার- উৎসব সবার”- সেই বার্তাটাকে সামনে রেখে সবাইকে একত্রিত হয়ে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানানো হয় উপস্থিত ব্যাক্তিদের বক্তব্যের মাধ্যমে।
এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইনস্পেক্টর মাধব চন্দ্র মন্ডল, খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস, এস আই প্রশান্ত ব্যানার্জী, বহড়াটিকুলি মসজিদের ইমাম গুলাম রসুল, ডিহিপাড়া মসজিদের ইমাম নাজিরুদ্দিন সেখ, মাটিয়ালা মসজিদের ইমাম নিজামুদ্দিন সেখ, বনপাতরা মসজিদের ইমাম আব্দুল শুকুর আলি সহ বহুবিশিষ্ট ব্যক্তিবর্গ।