
সেখ রিয়াজুদ্দিনঃ
২৬ সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে ঘিরে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা সহকারে এবং নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। অনুরূপ খয়রাসোল ব্লকের লোকপুরে অবস্থিত রামধনু পাবলিক স্কুলের পক্ষ থেকেও নাচ, গান, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। উল্লেখ্য গত ২০২১ সাল থেকে উক্ত স্কুল কর্তৃপক্ষ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছেন এবং অন্যান্য সংগঠনের কাছেও এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়ে আসছেন। যা এতদিনে হলেও বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করছেন বলে জানালেন রামধনু পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে মেডেল এবং বিদ্যাসাগরের ছবি দিয়ে পুরস্কৃত করা হয়।
