সেখ রিয়াজুদ্দিনঃ
বর্তমান “আশরাফুল মাখলুকাত” দুনিয়ার বেড়াজালে পড়ে দিশেহারা। রুজি রুটির তাগিদে রাত দিন ব্যস্ত। সৃষ্টিকর্তা আল্লাহ ও প্রিয় রাসূল (সাঃ) কে ভুলে, মহান গ্রন্থ কোরান- হাদিস কে উপরে তুলে রেখে জন্ম সূত্রে আমরা মুসলমান, কর্মে আমরা কতটা মুসলিম? এরূপ পরিস্থিতিতে ইসলামিক চিন্তা, চেতনাকে কচিকাঁচা শিশুমনে বপন করার জন্য জগৎগুরু হযরত মুহাম্মদ (সাঃ) এর ১৪৫৪তম জন্ম দিবস উপলক্ষে ২ অক্টোবর কাঁকরতলা থানার বড়রা ডাঙ্গালপাড়া সর্ব ষোলোআনার পক্ষ হতে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বয়স ও বিভাগ ভিত্তিক বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১০-১২ বছর বয়সীদের জন্য ছিল পাঁচ কলেমা মুখস্থ পাঠ, সূরা এখলাস অর্থ সহ মুখস্থ, নাতে রসুল, দুই রাকাত প্রতীকী নামাজ পাঠ উচ্চ স্বরে, হজরত মুহাম্মদ (সাঃ) র সংক্ষিপ্ত জীবনী বিষয়ক বক্তৃতা। অনুরূপ সর্ব সাধারণের জন্যও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেক বিষয়ের উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য বড়রা ডাঙ্গালপাড়া ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর দশমবর্ষে পদার্পন করল বলে উদ্যোক্তাদের মধ্যে জানান। অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন বড়রা ডাঙ্গালপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ কারী ও মৌলানা কামরুদ্দিন। এছাড়াও ছিলেন মৌলানা মেহবুব আলম,ডাঙ্গালপাড়া-গরীবপাড়া মসজিদের ইমাম মৌলানা মুফতি আব্দুস সালাম সহ স্থানীয় মসজিদের ইমামগণ।