শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর লালপুল থেকে জেলার সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা৷ বিশেষ করে মকরমপুর এলাকার ৩ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অযোগ্য। এলাকার মানুষকে বোলপুর মহকুমা হাসপাতালে এই রাস্তা দিয়েই যেতে হয়। তাই রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় তৃণমূল কাউন্সিলর গনেশ বাহাদুর থেকে বোলপুর পৌরসভা এমনকি পূর্ত বিভাগকেও লিখিত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কোনো কাজ হয়নি। তাই আজ ৯ অক্টোবর দুপুর থেকে মকরমপুরে শুরু হয় পথ অবরোধ। সেই সময় এই রাস্তা দিয়েই রামপুরহাট থেকে কলকাতা যাচ্ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিস বন্দ্যোপাধ্যায়। অবরোধের ফলে তাঁর গাড়িও আটকে যায়৷ তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখান অবরোধকারীরা৷ পরে বোলপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ টীম ডেপুটি স্পিকারকে বিক্ষোভ স্থান থেকে উদ্ধার করে অন্য পথে বের করে দেন। আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কলকাতা যাচ্ছি। বিধানসভায় যাবো৷ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ অবরোধের কথা সংশ্লিষ্ট মন্ত্রীকে বিষয়টি জানাবো বলে তিনি আশ্বাস দেন”।