বীরভূমের তেঁতুলডিহি “শ্রী রামকৃষ্ণ পরমহংস মিশন আশ্রমে” বস্ত্র বিতরণ ও বিশেষ অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

“শিব জ্ঞানে জীব সেবা” এমন লক্ষ্য নিয়ে বীরভূমের সাঁইথিয়া ব্লকের সিউড়ি-কীর্ণাহার মূল রাস্তার উপর আমোদপুর সংলগ্ন তেঁতুলডিহি গ্রামে আদিবাসী এলাকায় আজ থেকে দেড় দশক আগেই গড়ে উঠেছে “শ্রী রামকৃষ্ণ পরমহংস মিশন আশ্রম”। ৮ অক্টোবর একটি ধর্মীয় আলোচনা সভার পাশাপাশি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুঃস্থ ১০৫ জন মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আশ্রমের শীর্ষসেবক স্বামী ধর্মাব্রতনন্দ মহারাজ। আশ্রমের পক্ষ থেকে বিশিষ্ট মানবদরদি মানুষজনদের এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি, স্থানীয় সাঁইথিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুন্ডু, মহাদেব দত্ত ছাড়াও কলকাতা থেকে আশ্রম অনুরাগী বহু মানুষজন। জেলা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডেঙ্গু সর্তকতা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় আদিবাসী মানুষজনদের স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে মাসে দু’দিন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। বিডিও সাহেব এই আশ্রমের উন্নয়নে এলাকার মানুষকে এগিয়ে আসা আহ্বান জানান। স্থানীয় লক্ষ্মী হেমরম ও রাসমণি সরেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্য। আশ্রমের পক্ষ থেকে এদিন উপস্থিত ভক্ত অনুরাগীদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *