দীপককুমার দাসঃ
উত্তরাখণ্ডের রুরকিতে আয়োজিত জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় সাফল্য পেলেন সিউড়ির বাজারপাড়ার বাসিন্দা মানসী লাহা (ঘোষ)। ডাবলু এফ এফ ফি ওয়াই এস ন্যাশান্যাল প্রো এম যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়ানশিপে মাষ্টার “এ” উয়োমেন বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। এই যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছিল ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগা ভারত। গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত উত্তরাখণ্ডের রুরকির কোর ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। সেখানেই তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ পদক পান মানসী লাহা (ঘোষ)। বিগত পাঁচ বছর ধরে যোগাসন চর্চা করছেন। নিজের হাতে টেনিস এলবোর ব্যাথা সারাতে ও শরীর সুস্থ রাখতে যোগা প্রশিক্ষক শুভজিৎ দাসের তত্ত্বাবধানে যোগাসন শুরু করেন। পরে নিজেই এম এল যোগা ও ফিটনেস সেন্টার নামে যোগাসন শিক্ষার স্কুল খুলেন। তালিম দিতে থাকেন তার কাছে যোগাসন শিখতে আসা শিক্ষার্থীদের। এই সাফল্যে খুশি মানসী লাহা (ঘোষ)। খুশি তার স্বামী শান্তনু ঘোষ ও তার শিক্ষার্থী, পরিবার পরিজন।মানসী লাহা (ঘোষ)জানান, এই সাফল্য আমাকে আরো উদ্বুদ্ধ করবে।