সাঁইথিয়ায় পথপ্রদর্শকের শারদ উদ্যোগ

বিজয়কুমার দাসঃ

সাঁইথিয়ার পথপ্রদর্শক গড়ে উঠেছে শহরের একদল উদ্যোগী সমাজকল্যাণে ব্রতী তরুণ তরুণীদের মিলিত উদ্যোগে। প্রতিটা দিন তারা নিয়োজিত থাকে সমাজকল্যাণের ব্রতে। খরায়, বন্যায়, প্রাকৃতিক বিপর্যয়ে, মুমূর্ষু রোগীর পাশে রক্তের আশ্বাস নিয়ে। বিগত কয়েক বছর ধরে পথপ্রদর্শক উদ্যোগ নিয়েছে বিভিন্ন হোম, অনাথ আশ্রম, অন্যান্য আশ্রমের অনাথ শিশুদের পুজোর আগে প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়ার। “মিলনমেলা” নামে এই অনুষ্ঠানটি এবার অনুষ্ঠিত হল ৮ সেপ্টেম্বর সরস্বতীতলা প্রাঙ্গণে। সমাজের বিশিষ্ট জনদের হাত ছুঁয়ে অনাথ শিশুদের হাতে তুলে দেওয়া হল পুজোর পোশাক, খেলার সামগ্রী, বইপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত, সহকারী পুরপিতা কাজী কামাল হোসেন, আইনজীবী শ্রীকান্ত রায়, সমাজ সংগঠক সাবের আলি খান, ত্রিদিব ভট্টাচার্য, দেবাশিস সাহা প্রমুখ। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সংগঠন প্রধান প্রীতম দাস বললেন, পুজো সবার। তাই অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ। প্রতিষ্ঠানের অভিভাবক পুরসভার কাউন্সিলার মানস সিংহ জানালেন, শারদোৎসবে সবাই আনন্দ থাকুক। এই প্রত্যাশা আমাদের। বছরের প্রতিটি দিন পথপ্রদর্শক আর্ত অসহায় অসুস্থ মানুষের পাশে থাকার ব্রত নিয়েছে। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন নাগরিক মরণোত্তর অঙ্গদানের চুক্তিপত্রে সম্মতিসূচক সই করেন। এদিন সন্ধ্যায় ছিল স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *