দীপককুমার দাসঃ
শুক্রবার সন্ধ্যায় দেবী পক্ষের প্রাক্কালে নিবিড় মিউজিকের প্রথম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সিউড়ির রবীন্দ্র সদনে।যন্ত্রসঙ্গীতে বাজলো এক একটি জনপ্রিয় গান।কি বোর্ডে মোট ১৪টি যন্ত্র সঙ্গীত পরিবেশন করেন নিবিড় মিউজিকের যন্ত্র শিল্পীরা।স্যাক্সোফোনে তিনটি গান পরিবেশিত হয়। গীটার, বেস গীটার, ঢোল, তবলা, প্যাডের সঙ্গে কি বোর্ডে সুর তোলেন যন্ত্র শিল্পীরা। এই আগমনী অনুষ্ঠানের মঞ্চের সামনের অংশ সাজানো হয়েছিল কাশফুল দিয়ে। জাগো তুমি জাগো যন্ত্রসঙ্গীতে এই গান দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়। নিবিড় মিউজিকের কর্ণধার নিবিড় বিত্তারের পরিচালনায় মঞ্চে বিভিন্ন বয়সের মোট ২৭জন যন্ত্রশিল্পী এই ইনষ্ট্রুমেন্টাল সন্ধ্যায় অংশ নিয়েছিলেন। প্রথম পর্বে যন্ত্রসঙ্গীত ও দ্বিতীয় পর্বে পাঁচটি গান পরিবেশিত হয়। নিবিড় বিত্তার জানান, আজ নিবিড় মিউজিকের প্রথম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মূলতঃ অনুষ্ঠানটি ছিল ইনষ্ট্রুমেন্টাল। কি-বোর্ড এ ১৪টি ও সেক্সোফোনে ৩টি গান পরিবেশন করে এই সংস্থার যন্ত্রশিল্পীরা। তিনটি গান ভোকালে পরিবেশিত হয়। ২২টি গানে মোট ২৭জন অংশ গ্রহণ করেন।