
আশিসকুমার মুখোপাধ্যায়ঃ
এক
………
হুঙ্কার শুনে তার
ওঠে বুক কাঁপিয়া
দেখে বোঝা যায়না, সে
নেতা, নাকি মাফিয়া।
দুই
…….
রাজনীতিতে প্রাণ নেই
ছিটেফোঁটাও মান নেই
আগের মতো কন্ঠ ছেড়ে
শিকল ভাঙার গান নেই।
তিন
………
মেয়ে হলো নীল সাদা
ছেলে পুরো গেরুয়া
আমি আজও লালে আছি,
বউ বলে ভেরুয়া।
চার
……..
ভোটের নামে চলছে লড়াই,
দেশ সেবা আজ ‘ফর-সো’
আসন রাখার ভাষণ শুধু,
এটাই ভারতবর্ষ।
পাঁচ
……..
ভোটের আগে প্রদীপ হাতে
এলেন যেন আলাদীন
এবার তাকে পুজো করুন
নইলে গলায় মালা দিন,
মিলবেনা খোঁজ ভোটের পরে
যতই গালিগালা দিন,
পরোক্ষে এই-আপনারই ভোট
আনলো ডেকে কালা-দিন।