
বিপিন পালঃ
বৈশাখ মাস বছরের প্রথম মাস। এই বৈশাখ মাসে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা ধর্মীয় আচার আচরনে বেশী করে মনোযোগ দেন।চারিদিকে চলছে কোথাও অহোরাত্র ব্যাপী অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন সঙ্গে লীলাকীর্তন এবং ভক্তসেবা। কোথাও বা চব্বিশপ্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন, লীলাকীর্তন, ভক্তসেবা, গৌরাঙ্গ মহাপ্রভূর প্রেমের বানী প্রচার শান্তির বানী প্রচার। তদনুরুপ বীরভূম জেলার দুবরাজপুর থানার কুখুটিয়া গ্রামে শেষ হলো চব্বিশপ্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন, ভক্তসেবা প্রেমের বানী, শান্তির বানী প্রচারের অনুষ্ঠান। কমিটির তরফ থেকে জানানো হয় আদায় বা ভিক্ষার উপর নির্ভর করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন, ভক্তরা ও গ্রামের মানুষেরা।
