নয়াপ্রজন্ম প্রতিবেদন:
মালবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে আহত কমপক্ষে দুজন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কীর্ণাহার কাটোয়া প্রধান রাস্তায় দাসকলগ্রাম বিএড কলেজের কাছাকাছি স্থানে। উল্লেখ্য কীর্ণাহারগামী বাসটির সঙ্গে ফুটিসাঁকো অভিমুখে যাওয়া মালবোঝাই ট্রাকটির সংঘর্ষের ফলে এই বিপত্তি। ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, একজন ফুঁটিসাঁকো সংলগ্ন কাটারী গ্রামের ও অন্যজন লাভপুরের মাকাইপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, লরিটিকেও আটক করা হয়েছে।