শম্ভুনাথ সেনঃ
সৃজনকথা ও উত্তরযুগ পত্রিকার যৌথ উদ্যোগে শারদ সংখ্যা প্রকাশিত হলো ১৫ অক্টোবর সিউড়ী সংলগ্ন কড়িধ্যার উচ্চারণ সভাগৃহে। সেই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাঁদের লেখা পাঠ ও আবৃত্তির আসর। ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো ছিল কথা, কবিতা ও গান দিয়ে। বিশেষ অতিথি ছিলেন বোলপুরের দুই অধ্যাপক রামানুজ মুখোপাধ্যায় ও ফাল্গুনী ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বাচিকশিল্পী ও প্রশিক্ষক বামদেব মুখোপাধ্যায়, সম্পাদক দেবাশিস দাস, কবি ও শিক্ষক প্রদীপ মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যাপিকা জয়া মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক গোপীনাথ চৌধুরী, অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখার্জী, সহ জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা। অনুষ্ঠানের বিষয় নিয়ে বিস্তারিত জানান অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা সৃজনকথা পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. তপন গোস্বামী।