শম্ভুনাথ সেনঃ
বীরভূমের “উন্মনা সাহিত্য পত্রিকার ২৫ তম শারদ সংখ্যা ১৫ অক্টোবর প্রকাশিত হয়। এই উপলক্ষে মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে বসে সাহিত্য সভা। জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক কবি সাহিত্যিক এর উপস্থিতিতে চলে সারা দিনের অনুষ্ঠান। সাহিত্যিক,গবেষক ড. বাদল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। “উন্মনা” পত্রিকার সম্পাদিকা ভারতী ধর ২৫ বছরের পত্রিকা প্রকাশের নানা কথা তুলে ধরেন। গান, কথা, কবিতা, গল্প পাঠে অংশগ্রহণ করেন প্রদীপ কবিরাজ, রাজেন্দ্র সাহু,পরেশ দে চৌধুরী,অলক দাঁ সহ জেলার অনেক খ্যাতনামা কবি সাহিত্যিকরা। সংগীত পরিবেশন করেন বিনয় হাজরা। অনুগল্প পাঠে কবি সরোজ কর্মকার সকলের নজর কাড়েন। ড. চৈতন্য বিশ্বাস, অজয় আচার্য, শ্রীকুমার ভট্টাচার্যের মতো খ্যাতনামা সাহিত্য সেবিদের অংশগ্রহণে সাহিত্যসভা এক অন্য মাত্রা পায়। এদিন উপস্থিত প্রত্যেক কবি সাহিত্যিকদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় স্মারক সম্মাননা। একই মঞ্চে এদিন মৌসুমী সাহার সম্পাদনায় “অপরাজিতা” কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক তাঞ্জিলাল সিদ্দিকী।