পুজোর প্রাক মূহুর্তে দুঃস্থদের নতুন বস্ত্র বিতরণ করলো সিউড়ী নতুন দিশা সংস্থা

সনাতন সৌঃ

১৫ অক্টোবর ২০২৩ সিউড়ী, পুজোর প্রাক মূহুর্তে গরীবদের মুখে হাসি ফোটাতে এদিন বেলা সাড়ে এগারোটায় সিউড়ী পৌরসভার অন্তর্গত বড়বাগান ত্রিনাথ মন্দির প্রাঙ্গণে নতুন দিশা সংস্থার উদ্যোগে এক নতুন বস্ত্র বিতরণ শিবির আয়োজন করেছে। উক্ত শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রণয় মিত্র ও বিশিষ্ট অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক সনৎ কুমার সাধু।স্বাগত ভাষণ দেন বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী প্রণয় মিত্র। অনুষ্ঠানে সংস্থার উদ্যোক্তরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫০ জন দুঃস্থদের নতুন বস্ত্র বিতরণ করেন এবং বাঙালিয়ানা খাবার খাওয়ালেন। সংস্থার সম্পাদক শিক্ষক মলয় সাধু জানান, সাধারণ গরীব মানুষের কল্যাণের জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা কয়েকজন মিলে ২০১৭ সালে নতুন দিশা নামে একটি সংগঠন গড়ে তুলি। এটি একটা অরাজনৈতিক সংগঠন।শারদীয়া দুর্গাপূজার প্রাক্কালে প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বস্ত্র বিতরণ শিবির আয়োজন করেছি। খাঁটি বাঙালিয়ানা ও বাংলা সংস্কৃতির পূর্ণ মর্যাদা বজায় রাখতে বাংলার আদি প্রসিদ্ধ মহিলাদের তাঁত জামদানি ও পুরুষদের সুতিবস্ত্র ধুতি, লুঙ্গি ও ফতুয়া বিতরণ সাথে বাঙালী খাবার পুষ্পান্ন, আলুর দম ও রসগোল্লা খাওয়ানোর আয়োজন করি। এবার আমরা সংগঠনের পক্ষ থেকে বোলপুর, সাঁইথিয়া, সিউড়ী, রাজনগর, দুবরাজপুর ও খটঙ্গা পঞ্চায়েত এলাকার দুঃস্থ ও গরীবদের হাতে নতুন বস্ত্র এবং বাঙালিয়ানা খাবার বিতরণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *