বাল্য ববিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার বোলপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভুম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ ও তারাপুর সোস্যাল ডেভেলমেন্ট সোসাইটির উদ্যোগে সোমবার ১৬ অক্টোবর বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার আয়োজিত হয় বোলপুর মহকুমা শাষকের কার্যালয়ে। এদিন উপস্থিত ছিলেন ডিএলএসএ সচিব বিচারক সুর্পনা রায়, মহকুমা শাষক অয়ন নাথ, বোলপুর মহিলা থানার ওসি সামসানাজ খাতুন, সিকম স্কিল ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ডঃ অমিত্র সুদন চক্রবর্তী, পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, দেবাশীষ বেরা সহ অনান্যরা।

বাল্য বিবাহ মুক্ত ভারত গড়া, শিশুদের সার্বিক সুরক্ষা বিষয়ে জনগণকে সচেতনতা করাই এই দফতরের উদ্দেশ্য বলে জানান পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ। এদিন বোলপুর এলাকার একাধিক সংগঠন, স্কুলের ছাত্র-ছাত্রী, ল কলেজের ছাত্রী সহ স্কুলছাত্রীরা সেমিনারে অংশ নেয়। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক সুর্পনা রায় বলেন, বাল্য বিবাহের আয়োজন করা বেআইনী, বাচ্চা মেয়েদের সুরক্ষায় নিয়মিত সচেতনতা শিবিরের আয়োজন করে থাকি। কারোর কোন সমস্যা হলে জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের দফতরে যোগাযোগ করার কথা বলেন। একান্ত সাক্ষাৎকারে সেই কথা শোনালেন ডিএল এস এ সচিব বিচারক সুর্পনা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *