শম্ভুনাথ সেনঃ
সম্প্রতি চন্দ্রযান থ্রি অভিযানে অংশগ্রহনকারী বীরভূমের ৩ কৃতি বিজ্ঞানীকে সংবর্ধনা জানালো বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। গত ১৫ অক্টোবর, রবিবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, চন্দ্রযান থ্রি অভিযানে বীরভূমের ময়ুরেশ্বরের দক্ষিনগ্রামের বিজয়কুমার দাই, পাইকর থানার মোশারফ হোসেন এবং সিউড়ির সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রত্যক্ষভাবে অংশ গ্রহন করেন। চন্দ্রযান থ্রির সফল অভিযানে বীরভূমের এই কৃতি বিজ্ঞানীদের জন্য জেলাবাসী গর্বিত। তাঁরা নিজেদের বাড়ি ফিরতেই এই তিনজন কৃতী বিজ্ঞানীকে সংবর্ধিত করলো বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের তথ্য ও প্রযুক্তি বিভাগের বিচারক শ্যামল গুপ্ত, রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ বিভিন্ন অধিকারিক, শিক্ষাবীদ, সমাজসেবী ও জেলার সাংবাদিকরা। সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞানী ও তাদের পরিবারের হাতে স্মারকলিপি ও মানপত্র তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।