
বিপিন পালঃ
বৃষ্টির দেখা নেই প্রায় দু মাস ধরে, গরমে হাঁসফাঁস অবস্থা, স্বস্তি ছিল না রাত্রে বা দিনে। তাপমাত্রা ঘোরাঘুরি করছিল ৪০ -৪২ ডিগ্রির কাছাকাছি। স্বস্তিতে ছিল না পশু পাখি থেকে মানুষেরা। অবশেষে আজ শুক্রবার বিকেল ৪টে ১৫ মিনিট থেকে বীরভূমের বিভিন্ন এলাকায় প্রথমে হাওয়া সাথে মেঘ এবং বৃষ্টি, বৃষ্টির সাথে পাথর। বৃষ্টি বেশীক্ষণ স্থায়ী না হলেও হয়তো বা স্বস্তি মিলবে দু একদিন।