আসন্ন ঈদ এলাকায় যাতে শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয় সেই লক্ষ্যে সভা রাজনগর থানায়

মহঃ সফিউল আলমঃ

৩০ এপ্রিল সকালে শান্তি কমিটির তরফে রাজনগর থানা চত্বরে একটি বিশেষ সভার আয়োজন করা হয়৷ আসন্ন ঈদ উপলক্ষে উক্ত সভা আয়োজিত হয় বলে জানা গিয়েছে৷ এদিন হাজির ছিলেন পুলিশ বিভাগের সি আই, রাজনগর থানার ওসি, অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ, রাজনগর থানা শান্তি কমিটির পদস্থ কর্মকর্তা, সদস্যবৃন্দ প্রমুখ৷ রাজনগর থানার অন্তর্গত বিভিন্ন প্রান্তে ঈদগাহ ও মসজিদে এবারও যাতে শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ সম্পন্ন হয় এবং সার্বিক ভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেবিষয়ে পারস্পরিক আলোচনা হয়৷ উপস্থিত সদস্য, প্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা নিজস্ব মতামত ব্যক্ত করেন৷ সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় পুলিশ প্রশাসন ও শান্তি কমিটির পক্ষ থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *