
মহঃ সফিউল আলমঃ
৩০ এপ্রিল কর্মজীবন থেকে অবসর নিলেন রাজনগর হাইস্কুলের শিক্ষক তথা বিশিষ্ট ছড়াকার, গীতিকার, সাহিত্যিক সন্তোষ কর্মকার৷ বিদ্যালয় কক্ষে ঘরোয়া আকারে একটি বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়৷ মূল্যবান বক্তব্য রাখেন শিক্ষক সহ অন্যান্যরা৷ বিদায়ী শিক্ষক সন্তোষ বাবুও তাঁর মূল্যবান বক্তব্যে নানা ঘটনা ও স্মৃতির কথা তুলে ধরেন৷ বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর হাতে উপহার তুলে দেওয়া হয়৷ সভাটি সঞ্চালনা করেন শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল৷ বিদ্যালয়ের টি আই সি তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তাঁতিপাড়া স্কুল থেকে আগত শিক্ষক সৌগত চৌধুরী প্রমুখ হাজির ছিলেন৷ বিদ্যালয়ের প্রাক্তনী ও সংবাদ মাধ্যম প্রতিনিধি রুপে এই প্রতিবেদকও উপস্থিত ছিলেন সেখানে৷ সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকের অবসর পরবর্তী জীবন সুন্দর ও সুখকর হোক এমনটাই কামনা করেন সকলে৷ উপস্থিত সকলকে জলযোগে আপ্যায়িত করা হয় এদিন বিদ্যালয়ের তরফে৷


