সন্তোষ পালঃ
উৎসব সবার। আনন্দ ভাগ করলেই বাড়ে। উৎসবের প্রারম্ভে সহনাগরিকদের পাশে দাঁড়িয়ে শারদ উপহার তুলে দেওয়া হল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। ২০ অক্টোবর বিকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম মানবিক প্রয়াস পজেটিভ বার্তার উদ্যোগে মহাষষ্ঠীর বিকালে সাড়ম্বরে উন্মোচিত হল “শারদ স্মরণিকা” গ্রন্থ। এর আনুষ্ঠানিক প্রকাশ করলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ গৌতম নারায়ন সরকার। উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ নিতাই চন্দ্র প্রামাণিক, ডাঃ অয়ন গোস্বামী সহ আর বহু বিশিষ্ট জনেরা। এদিন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদের হাতে “শারদ উপহার” তুলে দেওয়া হয়। এর অংশ হিসাবে, আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুই শতাধিকেরও বেশী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। প্রতিবছরের মত এবারেও দেবী আরাধনার আয়োজন করা হয়েছে।