শম্ভুনাথ সেনঃ
রীতি মেনে আজ অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে বীরভূমের দুবরাজপুরে অনুষ্ঠিত হলো শতাব্দী প্রাচীন “জয়তারা উৎসব”। মহাষ্টমীর বলিদানের পর সন্ধ্যা ৫:১৮ মিনিটে অস্ত্র, দা, ঢাল-তরোয়াল, টাঙ্গি-বল্লম নিয়ে জয়ের আনন্দে ৮-৮০ সব বয়সী মানুষ মেতে ওঠেন এই দুর্গাপুজোয়। ব্যতিক্রমী এই উৎসবের নামই হলো ‘জয়তারা’ উৎসব’।
বীরভূমের দুবরাজপুর শহরে এই ‘জয়তারা’ উৎসব ঠিক কবে থেকে শুরু হয়েছে তার সঠিক সন তারিখ কেউ জানেন না। তবে এই উৎসব যে শতাব্দী প্রাচীন তাতে কারো দ্বিমত নেই। উল্লেখ্য, এই ‘জয়তারা’ উৎসবকে কেন্দ্র করে কচি কাঁচা থেকে বয়স্কদের মেতে উঠতে দেখা যায়। প্রতিবছর এই উৎসব দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে দুবরাজপুরে। দুবরাজপুর শহর ছাড়াও সন্নিহিত গ্রামগুলি থেকে বহু মানুষ ছুটে আসেন এই উৎসব দেখার জন্য। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। মহাষ্টমীর বলিদান শেষ হতেই নানা অস্ত্রশস্ত্র হাতে উল্লাসে রাস্তায় শোভাযাত্রা নিয়ে নাচতে নাচতে এক মণ্ডপ থেকে আর এক পূজা মন্ডপ পরিক্রমা করেন।
জনশ্রুতি অসুর বধের পর দেবতারা জয়ের আনন্দে জয়োল্লাস শুরু করেন। সেই সময় তারা হাতে অস্ত্র-শস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিলেন। সেই ঘটনারই প্রতীক হিসাবে বীরভূমের দুবরাজপুর শহরের প্রতিবছর এমন জয়তারা উৎসব পালিত হয়। এই উৎসবের জন্য রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়।