
শম্ভুনাথ সেনঃ
আজ ২৩ অক্টোবর মহানবমীর সকাল থেকেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মন্ত্র উচ্চারণ এবং বিধি মেনে অনুষ্ঠিত হয় বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া “হাটতলা নবীন সংঘে’র” নবমী বিহিত পূজা। সেইসঙ্গে আয়োজন করা হয় “কুমারী পুজার”। তাঁতীপাড়া নবীন সংঘের পুজো এবার ৪৯ বছরে পড়েছে বলে পুজো উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়। তবে এই কুমারী পুজো এবার চতুর্থ বর্ষে পদার্পণ করলো। গ্রামেরই চার বছরের সোলাঙ্কি দে’কে দুর্গা প্রতিমার পাশে বসিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে “কুমারী পূজা” করা হয়। চলে নির্দিষ্ট নীতি আচার মেনে হোম-যজ্ঞ ও পুজো-পাঠ। এই পুজোয় ভট্টাচার্য এবং পৌরহিত্য করেন গ্রামেরই সাহেব চক্রবর্তী ও গোহালিয়ারা গ্রামের সুরেশ চট্টপাধ্যায়। এই কুমারী পূজোকে কেন্দ্র করে স্থানীয় ভক্ত-পূণ্যার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
