শম্ভুনাথ সেনঃ
অজগর আতঙ্কে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গত ২৭ অক্টোবর রাত ৮.৩০ নাগাদ বীরভূমের দুবরাজপুর ব্লকের গোকরুল গ্রামের ডাঙ্গালপাড়ায় এক গৃহস্থ বাড়ির ঝোঁপের মধ্য থেকে এই বিশালাকার অন্ততঃ ৮ ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক স্ত্রী অজগর সাপ উদ্ধার করা হয়। ওজন প্রায় ১১ কেজি। উদ্ধার করে স্থানীয় দুবরাজপুরের সর্পপ্রেমী এক যুবক অমিত শর্মা। তা দেখতে বহু মানুষের ভিড় জমে। তবে ২৮ অক্টোবর সাপটিকে বন বিভাগের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়েছে বলে অমিত শর্মা জানিয়েছেন। সাপের আতঙ্ক থেকে মুশকিল আসান করতে অমিত শর্মার নাম এখন অনেকেই জানেন। সন্নিহিত খয়রাশোল, লোকপুর, বড়রা, কাঁকরতলা এলাকা থেকেও তার কাছে ফোন আসে।
উল্লেখ্য, অজগর বা পাইথন (ইংরেজি: pythons) হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগরকে অনেক এলাকায় ময়াল সাপ বলে। এই অজগর নির্বিষ হলেও তার বিশাল আকৃতি মানুষের কাছে বেশ ভয়ংকর। কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া এমন সব প্রাণীগুলিকে পেঁচিয়ে তার দম বন্ধ করে এই সাপ উদর পূর্তি করে। এরা শিকারকে সাধারনত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে। শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে, কিন্তু মৃত প্রাণী খায় না। তাই অজগর মানুষের কাছে এক আতঙ্ক হলেও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে না মারার পরামর্শ দিয়েছেন অমিতবাবু।