প্যাটেলনগর টাউনশিপে অবৈধ নির্মাণ ভাঙলো ব্লক প্রশাসন

দীপককুমার দাসঃ

সোমবার বিকেলে মহঃ বাজার ব্লকের অধীন প্যাটেলনগর টাউনশিপে একটি অবৈধ নির্মাণ করা বাড়ি ভাঙলো মহঃ বাজার ব্লক প্রশাসন। তিনদিন আগে প্যাটেলনগর টাউনশিপে ব্লক প্রশাসনের জায়গা দখল করে একটি বাড়ি নির্মাণ শুরু করেছিলেন খড়িয়া গ্রামের উজ্জ্বল দাস নামে এক ব্যক্তি। রাতারাতি কাজ করে ইঁটের গাথনি গেঁথে ও টিনের ছাউনি দিয়ে একটি রুম বানাচ্ছিলেন। আর সেই জায়গার পাশাপাশি জায়গায় আরো কয়েকজন জায়গা দখলের জন্য বেড়া ও প্রাচীরের জন্য গর্তও কেটেছিলেন। ব্লক প্রশাসনের এইসব জায়গা দখলের খবর ব্লক প্রশাসনের কাছে যেতেই নড়েচড়ে বসে প্রশাসন। আজ সোমবার মহঃ বাজার ব্লকের যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস ও পুলিশের উপস্থিতিতে বিকেলে জেসিবি মেশিন দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। উল্লেখ্য ১৯৫৫ সালে সর্দার বল্লভভাই প্যাটেলের এলাকা উন্নয়নের তহবিলের টাকায় নদীয়ার চাকদহ, বর্ধমানের বড়শূলের পাশাপাশি বীরভূমের মহঃ বাজারের প্যাটেলনগরে এলাকার মানুষের জন্য টাউনশিপ তৈরি করা হয়। মহঃ বাজার ব্লকের অধীন এই টাউনশিপে মোট ৯৮টি কোয়ার্টার আছে। বর্তমানে কয়েকটি কোয়ার্টার রুগ্ন ও ভগ্নদশায় আছে। বর্তমানে ৯০টি কোয়ার্টারে বাসিন্দারা বসবাস করেন। এই টাউনশিপ অনেক এলাকাজুড়ে হলেও বর্তমানে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে নিয়েছে কিছু মানুষ। এতদিন চুপচাপ থাকলেও এবার দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো মহঃ বাজার ব্লক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *