দীপককুমার দাসঃ
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বীরভূম জেলা শাখার উদ্যোগে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জেলাব্যাপী একই প্রশ্নপত্রে প্রাক মাধ্যমিক প্রস্তুতি পরীক্ষা (মক টেস্ট) আজ থেকে জেলার তিনটি মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে শুরু হলো। সাতটি বিষয়ে এই পরীক্ষা চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। গত বছর এই পরীক্ষা শুধুমাত্র সিউড়িতে করা হয়েছিলো। এবার এই পরীক্ষাকে কেন্দ্র করে জেলার সর্বত্র শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। জীবনের প্রথম বড়ো পরীক্ষাকে নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা আবেগ ও উত্তেজনা কাজ করে। কারণ বাইরের বিদ্যালয়ে গিয়ে তাঁদের এই পরীক্ষা দিতে হয় কিছুটা ভিন্ন পরিবেশে। মক টেষ্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের বিষয় ভিত্তিক প্রস্তুতিকে পরখ করার একটা সুযোগ পায়। চিহ্নিত হওয়া দুর্বলতাগুলি কাটিয়ে ওঠার সুযোগ তাদের সমৃদ্ধ করে। এই সামগ্রিক বিষয় মাথায় রেখেই নিখিল বঙ্গ শিক্ষক সমিতির এই উদ্যোগ। জেলার তিনটি মহকুমায় যে সমস্ত বিদ্যালয় এই পরীক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন সমিতির জেলা সম্পাদক আশিস বিশ্বাস তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা তাদের সহযোগিতায় আপ্লুত। অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের তিনি শারদ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামীতে এই কর্মসূচী আরো জনপ্রিয় ও ব্যাপকতা লাভ করবে বলেই তিনি আশা প্রকাশ করেন।