সেখ রিয়াজুদ্দিনঃ
তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বীরভূম জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় ৩১ অক্টোবর রামপুরহাটে। লোকসভা ভোটকে সামনে রেখে সংগঠন মজবুত করার লক্ষ্যে আলোচনা করা হয়।এছাড়াও আগামী ১ থেকে ১০ তারিখের মধ্যে জেলার প্রতিটি ব্লকে ব্লকে আইএনটিটিইউসির ব্যানারে বিজয়া সম্মেলন করার কথা বলেন। উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল ইসলাম ওরফে কাজল শেখ, স্থানীয় রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথ্য রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশীষ ব্যানার্জী, আইএনটিটিইউসির জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, খয়রাসোল ব্লক আইএনটিটিইউসি সভাপতি কাঞ্চন দে সহ জেলার সমস্ত ব্লকের আইএনটিটিইউসির সভাপতিগন। এদিন বিজয়া সম্মেলনে যোগদান করতে এসে জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ এক সাক্ষাৎকারে বলেন আমাদেরকে চিহ্নিত করতে হবে যারা আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে। চিহ্নিত করতে হবে যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে। তার সাথে চিহ্নিত করতে হবে তাদেরকে যারা ৩৬৫ দিন মানুষের পাশে থাকে না তবে ভোটের বাজনা বাজলেই মানুষের পাশে এসে মিথ্যাচার প্রতিশ্রুতি দিয়ে কখনো অর্থের প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষদের চিহ্নিত করে তাদের মতো জায়গায় পাঠাতে হবে। তবে কোথায় পাঠাতে হবে সেটা পরে বলব। এদিন অনুব্রত মন্ডলের বহুল প্রচলিত শ্লোগান তথা ডাইলগ খেলা হবে ধ্বনি উচ্চারিত হয় কাজল শেখ এর কণ্ঠে। অন্যদিকে শতাব্দী রায় ও তার সাক্ষাৎকারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ফলকে না থাকার বিষয়ে বিষ্ময়কর প্রকাশ করেন। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ মিনি স্টিল কারখানায় শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বলেন বিষয়টি জানলাম, দেখি কোথায় কি আঁটকে আছে, কার সাথে যোগাযোগ করলে কি হতে পারে সে বিষয়ে খোঁজ নিয়ে দেখব।