সেখ রিয়াজুদ্দিনঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন”-।যদিও কাকতালীয়ভাবে ৩১ অক্টোবর মঙ্গলবার দিনেই খয়রাসোল থানার পাঁচড়া পঞ্চায়েত এলাকার সিভিক ভলিন্টিয়াররা এদিন রাস্তার পাশে পাশে ঝোপঝাড় পরিস্কার করার কাজে মনোনিবেশ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করে। জানা যায় পাঁচড়া এলাকার উপর দিয়ে চলে গেছে ১৪ নম্বর জাতীয় সড়ক। সেই রাস্তার ধারের পাশ এলাকাগুলি একপ্রকার বিভিন্ন ধরনের গাছগাছালি তথা আগাছার ফলে ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। আর সেই কারণে ঘটতে পারে পথ দূর্ঘটনা। ঘটতে পারে জীবনহানি। পথ দূর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচলন করেন। সেই কথা মাথায় রেখে সিভিক ভলান্টিয়ারেরা এদিন হিংলা ব্রিজ থেকে পাঁচড়া যাওয়ার রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিস্কার করে।উল্লেখ্য বীরভূম জেলা পুলিশের উদ্যোগে পথ দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ সহ নানান ভাবে গাড়ির চালক তথা পথচলতি মানুষদের সচেতন করা হয়ে থাকে।সদ্য দুর্গাপূজার মন্ডপে মন্ডপেও খয়রাসোল থানার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করেন জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে। বিশেষ উল্লেখ্য সদ্য খয়রাসোল থানার ওসি হিসেবে যোগদান করেন তপাই বিশ্বাস। এবং বেশ কিছু সামাজিক ও সচেতনতামূলক কাজের নিরিখে তিনি এলাকার মানুষের মন জয় করে ফেলেন। ওসির অনুপ্রেরণাতেই এদিনের এরূপ উদ্যোগ বলে স্থানীয়দের অভিমত।