লুঠ, চুরি, জোচ্চুরি ছাড়া তৃণমূল বেঁচে থাকতে পারে না– সিপিএম নেতা সঞ্জীব বর্মন

সেখ রিয়াজুদ্দিনঃ

সাধারণ মানুষকে রেশন সামগ্রী থেকে বঞ্চিত করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের পাহাড় প্রমাণ রেশন দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের ডাকে রাজ্যব্যাপী মহকুমা খাদ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় সিপিআইএম এর পক্ষ থেকে। সেই মোতাবেক আজ বুধবার বীরভূম জেলার সিউড়ি, বোলপুর ও রামপুরহাট মহকুমায় খাদ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বীরভূম জেলা সিপিআইএম কমিটির পক্ষ থেকে। এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে যে সমস্ত দাবি সমূহ তুলে ধরা হয় তার মধ্যে ছিল- সাধারণ মানুষ যাতে রেশন থেকে বঞ্চিত না হয় তার সুব্যবস্থা করা এবং যারা লকডাউনের সময় রেশন পাননি তাদেরও রেসন দেওয়ার ব্যবস্থা করা। রেশন থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সহ সমস্ত স্তরের পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করা। রাজ্যে জেলা ও ব্লক স্তরে রেশন ব্যবস্থার দুর্নীতির কার্নিভাল বন্ধ করা। রেশন দুর্নীতির সব “উঁচু মাথা”কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বুধবার জেলার বোলপুর, সিউড়ি ও রামপুরহাট তিন মহকুমায় একযোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় । আজকের কর্মসূচি সম্পর্কে সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন এক সাক্ষাতকারে বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে প্রভাবশালী প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন কেলেঙ্কারির দায়ে বর্তমানে জেলে। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত। জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান সহ রেশন কেলেঙ্কারির সাথে জড়িত অন্যান্য নেতা, মন্ত্রী, আমলা, চালমিল মালিকদের ইডি, সিবিআই কে দিয়ে দ্রুত তদন্ত শুরু করানোর ব্যবস্থা এবং দোষীরা যেন ছাড়া না পাই। সেইসাথে রেশন কেলেঙ্কারির মাথাকে অবিলম্বে ধরতে হবে সেই প্রেক্ষিতে মহকুমা ভিত্তিক খাদ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। তিনি আরও বলেন লুঠ, চুরি জোচ্চুরি ছাড়া তৃণমূল বেঁচে থাকতে পারে না। চিটিংবাজী করে বেঁচে থাকারই হচ্ছে তৃণমূলের অক্সিজেন। এদিন রামপুরহাট মহকুমায় অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন, জেলা কমিটির সদস্য তথা রামপুরহাট পৌরসভার কাউন্সিলর সঞ্জীব মল্লিক। বোলপুর মহকুমায় নেতৃত্ব দেন পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য বকুল ঘড়ুই, রাজ্য কমিটির সদস্য শ্যামলী প্রধান, আর এস পি র জেলা নেতৃত্ব তুষার ব্যানার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *