নয়াপ্রজন্ম প্রতিবেদন:
সৎ সাহিত্য প্রচারের ও প্রকাশের উদ্দেশ্যকে মূলধন করে বছর কয়েক আগে যাত্রা করেছিল ‘শান্তিনিকেতন সাহিত্যপথ’ সংস্থা। করোনার অভিঘাতে সংস্থার মুদ্রিত পত্রিকাটি বন্ধ হয়ে গেলেও সংস্থার সাহিত্য প্রচার প্রয়াস আজও অক্লান্ত। সেই সংস্থার বার্ষিক সাধারণ সভা ৩০ এপ্রিল ২০২২-এ আয়োজিত হলো বোলপুর আলাপন আবাসনের কমিউনিটি হলে। সভায় বিগত দুই বছরের হিসাব-নিকাশ পেশের সঙ্গে সঙ্গে আলোচিত হল সংস্থার আগামী দিনের পথচলার রূপরেখা নিয়ে। যথেষ্ট সংখ্যক সাহিত্যিক ও সাহিত্য-অনুরাগীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছে। সংস্থার সভাপতি ডঃ অনাথবন্ধু চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ সুদীপ বসু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।