কালীপূজা উপলক্ষে শান্তি কমিটির বৈঠক লোকপুর থানার

সেখ রিয়াজুদ্দিনঃ

আগামী রবিবার অনুষ্ঠিত হবে কালীপূজা। সেই উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলার লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার ব্যবস্থাপনায় বুধবার শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয় স্থানীয় থানার সভাকক্ষে। কালীপূজা উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন কেউ কোথাও ডি জে বক্স বাজাবেন না। মদ্যপ অবস্থায় মন্ডপে যাবেন না। জুয়া খেলা থেকে বিরত থাকবেন। প্রতিটি মন্ডপে কমিটির দুজন করে সদস্য সারারাত পাহারায় থাকবেন। শব্দ বাজি ফাটাবেন না ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। তাছাড়াও সম্প্রতি পার্শ্ববর্তী রাজনগর থানা এলাকায় লক্ষীপুজার বাসি খিচুড়ি খেয়ে যে প্রানহানি ঘটলো এবং অনেকে অসুস্থ হয়ে চিকিৎসাকেন্দ্রে ভর্তি হন। সেই বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তাদের সচেতন থাকার উপর জোর দেন। ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য সাবধানতা অবলম্বনের কথা বলেন। একের আনন্দ অন্যের নিরানন্দের কারণ যেন না হয়ে দাঁড়ায় সেটা দেখার দায়িত্ব সকলের। স্থানীয় থানার পক্ষ থেকে মন্ডপে মন্ডপে সিভিক থাকবে সেই পুলিশ গাড়ি ও ঘোরাঘুরি করে নজরদারি চালাব। কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে বা আশঙ্কা থাকলে সেটা সাথে সাথে স্থানীয় থানার সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম সেখ ফিরোজ হোসেন, চন্দ্রপুর সার্কেল ইনস্পেক্টর পীযূষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মন্ডল, এস আই প্রশান্ত ঘোষ, এস আই রঞ্জিৎ কুমার মন্ডল, এএস আই প্রশান্ত রায়, নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সেখ লুৎফর রহমান, আইনজীবি সুনীল কুমার সাহা, সমাজসেবী কাঞ্চন দে, পিয়ার মোল্লা, দীপক শীল, দেবদাস নন্দী, উজ্বল দত্ত প্রমুখ। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন ডিএসপি ক্রাইম সেখ ফিরোজ হোসেন।অন্যদিকে শান্তি কমিটির পক্ষে কাঞ্চন দে আজকের বৈঠক সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *