বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে আজ “গ্রামীণ সব্জী হাটের” সূচনা হলো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে আজ ৯ নভেম্বর থেকে গ্রামীণ সব্জী হাটের সূচনা হল। পণ্ডিতপুর গ্রামেরই ষোলোআনা সরকারি জায়গা “কাছারি” এলাকায় প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার এই দুদিন হাট বসবে বলে উদ্যোক্তাদের পক্ষে অন্যতম সদস্য তপন দাস জানান। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিতে এই গ্রামীণ হাটের সূচনা হয়েছে বলে গ্রাম উন্নয়ন কমিটির অন্যতম সদস্য সহদেব বাগদি জানিয়েছেন। উল্লেখ্য, স্থানীয় গ্রামগুলি থেকে দুবরাজপুর বাজারের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার! তাই এলাকার মানুষরা এই স্থানীয় হাটে যেমন তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন তেমনি এলাকার মানুষজন টাটকা সব্জি কিনতে পারবেন বলে এলাকার মানুষ আশাবাদী। বিকিকিনির জন্য হালসোত, দৌলতপুর, রূপশিমুল, হোসনাবাদ, মঙ্গলপুর, চণ্ডীপুর, কামালপুর, এমন সব সন্নিহিত গ্রামের মানুষজন তাদের উৎপাদিত ফসল নিয়ে আজ এই হাটে আসেন। লাউ, কুমড়ো, আলু, পিঁয়াজ, পেঁপে, বেগুন, মুলো, বাঁধাকপি, ফুলকপি, সহ মাছ ও খাবারের দোকান নিয়ে আসে খুদে ব্যবসায়ীরা। গ্রামের মা ও মেয়েরাও এই হাটে আজ বিকি কিনি করে। গ্রামের ভিতরে এই হাট বসায় এলাকার মানুষের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *