
বিপিন পালঃ
তীব্র দাবদাহের পর কিছুটা হয়তো স্বস্তি মিলেছে মানুষ থেকে পশু পাখি সকলের। গত পরশু ১৫-২০ মিনিট বৃষ্টির সাথে শিলাবৃষ্টিতে ভিজেছে খয়রাশোল এলাকা। ৪২-৪৩ থেকে তাপমাত্রা নেমে হয়েছে ৩৮-৩৯ ডিগ্রির মতো। গতকাল থেকে কখনো রোদ কখনো মেঘলা আকাশের লুকোচুরি খেলা। ভ্যাপসা গরম থেকে রেহাই মেলেনি, তারই মাঝে দুর্গাপুর ইসকন শাখার আয়োজনে খয়রাশোল এলাকার দুর্গাপুর ইসকন শাখার বেশ কিছু ভক্তদের সহযোগিতায় আজ খয়রাশোলে ৪০০০ (চার হাজার) পথচলতি মানুষদের ঠান্ডা পানীয় জল সহ বিভিন্ন ধরনের শরবত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে খাইয়ে তৃষ্ণা নিবারণ করালেন। এ হেন উদ্যোগকে পথচলতি মানুষেরা সাধুবাদ জানিয়েছেন। উপস্থিত ছিলেন নিতাই গৌড় দাস প্রভূ, উদয় প্রভূ, অষ্টম প্রভূ, বরুন প্রভূ সহ অন্যান্য ভক্তরা।



