
শম্ভুনাথ সেনঃ
দীপাবলি মানে আলোর উৎসব। অমাবস্যায় এই বাংলা আলোর উৎসবে মেতে উঠেছে। বীরভূমে এবার পারিবারিক ও সার্বজনীন মিলিয়ে ১,৪৭০টি কালীপুজো অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে পারিবারিক পুজোর সংখ্যা ৭৫৮। বাঙালির বারো মাসে তের পার্বনের মধ্যে দুর্গাপুজো, লক্ষ্মীপূজো শেষে কালীপুজো অনুষ্ঠিত হচ্ছে জেলা জুড়ে। বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর শ্মশান সংলগ্ন নদীপাড়ে কালীপুজোর দিন ঝুপকালীর পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো উপলক্ষে এখানে বহু সাধু সন্ন্যাসীর আগমন ঘটে। বক্রেশ্বরে অবস্থিত এই ঝুপকালী বা নদীপাড়ের কালীপুজোয় প্রতি অমাবস্যায় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রতিটি আমাবস্যার মায়ের পূজো হয়ে থাকে। এই মায়ের কাছে কোনো মন্দির নির্মাণ করা যায়নি। আর সে কথায় জানিয়েছেন পুরোহিত বিপদতারণ অধিকারী।
