সেখ রিয়াজউদ্দিনঃ
রাত পোহালেই ছট পুজো। ছট পুজোয় কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বীরভূূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানা পুলিশের আয়োজনে কয়েকদিন আগেই স্থানীয় এলাকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি সহ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার ছটপুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে উক্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন রবিবার খয়রাশোল থানার পুলিশ কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভীমগড় অজয় নদের ঘাটে ছটপুজো ব্রতীদের পূণ্যস্নান করার সময় যাতে কোনোরকম অসুবিধা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু সতর্কতা ও সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণ করেন। যেমন অজয় নদের উপর স্নান করার ঘাটের পাশাপাশি গাড়ি রাখার পার্কিং, স্নানের ঘাট অস্থায়ী ভাবে ঘেরা, বালির চর তথা দুর্ঘটনা প্রবন এলাকা নির্ধারণ করে লাল কাপড় বেঁধে সতর্কীকরণ ইত্যাদি কাজগুলো করে দেওয়া হয় ব্যানার পোস্টার সাঁটিয়ে। উল্লেখ্য বীরভূমের খয়রাশোল এলাকা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর, লাউদোহা, উখড়া সহ অন্যান্য এলাকা থেকেও হাজার হাজার ছটপুজোর ব্রতীরা পুণ্যস্নান করা ও পুজোর উদ্দেশ্যে সমবেত হন। এদিকে অজয় নদের তীরে স্নানের ঘাট এলাকা জুড়ে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।