শম্ভুনাথ সেনঃ
আজ ১৯ নভেম্বর ভারত ফাইনালে জয়ী হবেই। মা তারার কাছে পুজো দিয়ে এবং যজ্ঞ করে এমনটাই প্রার্থনা করলেন তারাপীঠ মন্দিরের সেবায়েতরা। তাদের বিশ্বাস মাতারা এবং সূর্যদেব সঙ্গে থাকলে ভারতকে কেউ হারাতে পারবে না। একদিকে আজ ছটপুজো। অর্থাৎ সূর্যদেবের পুজো। ফলে হিন্দিভাষী মানুষজন এদিন ভারতের জয়ের কামনা করে সূর্যদেবের কাছে প্রার্থনা করছেন। সেই সঙ্গে তারাপীঠ মন্দিরের সেবায়েতরা নিজের উদ্যোগে ভারতের দলের সাফল্য কামনা করে মাতারার পুজো দেন। মন্দির চত্বরেই করা হয় যজ্ঞ। পুজো উপলক্ষ্যে মন্দিরের সেবাইয়েদের উন্মাদনা ছিল চোখে পরার মতো। কেউ কেউ ভারতের জার্সি গায়ে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। অনেকের হাতেই ছিল তেরঙ্গা জাতীয় পতাকা। মন্দির থেকে বাইরে বেরনোর সময় ভারতের জয়ের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। অনেক পুন্যার্থীও এদিন ভারতের জয়ের কামনা করে মা তারার কাছে পুজো দেন।