শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের “হেতমপুর” রাজ রাজাদের গ্রাম। আজ ১৯ নভেম্বর এই গ্রামে মা দক্ষিণাকালীর আরাধনায় অষ্টমঙ্গলা পুজো ঘিরে সাধারণ মানুষদের মধ্যে এক আলাদা উন্মাদনা। রীতি মেনে দীপান্বিতা অমাবস্যার রাতে এখানেও কালীপূজা হয়, কিন্তু মায়ের অষ্টমঙ্গলায় তার থেকেও বেশি ধুমধাম। এদিন উপচে পড়ে ভক্ত-পুণ্যার্থী। প্রতিবারের মতো এবারেও আজ অষ্টমঙ্গলা ঘিরে মন্দির চত্বরে মহা-মহোৎসবের আয়োজন করা হয়। এই মহোৎসবে অন্তত ২০,০০০ মানুষ এই খিঁচুরি প্রসাদ গ্রহণ করেন বলে সেবায়েতের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, হেতমপুরের পুরোনো রাজবাড়ির সংলগ্ন এই মা দক্ষিণাকালীর খোলা আকাশের নীচেই পুজো হয়। নেই কোনো মন্দির। তবে এই কালীপুজোয় পাঠা বলি আগেও ছিল, এখনো আছে। পাঁচিলের চৌহদ্দির মধ্যে বলি দেওয়া হাড়িকাঠ। মন্দির কিছু নেই। বেশ খানিকটা জায়গা জুড়ে প্রাচীন মূর্তি। বেশ ভয়াল ভয়ঙ্কর। পাশে রামকৃষ্ণ পরমহংস, মাসারদা ও স্বামী বিবেকানন্দের তৈরি মূর্তি। হেতমপুরের এই দক্ষিণাকালীর অষ্টমঙ্গলা ঘিরে এবারেও বেশ জমজমাট ভিড়।