বীরভূমের বিভিন্ন এলাকায় উৎসাহ উদ্দীপনায় “ছট উৎসব”

শম্ভুনাথ সেনঃ

“ছট পুজো” সূর্য উপাসনার এক অনুপম লৌকিক উৎসব। সাধারণত ভারতের বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশে এই পূজার চল থাকলেও বাংলায় এখন প্রতি জেলায় এই “ছট পূজা” অনুষ্ঠিত হয়। এই উৎসবে কোনো মূর্তি পূজা করা হয় না। বীরভূমেও আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ছট উৎসব শুরু হয়েছে। বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, বোলপুর, রামপুরহাট, মুরারই এমন বিভিন্ন এলাকায় ছট উৎসবের খবর পাওয়া গেছে।নির্বিঘ্নে ছট পুজো করতে জেলার পুকুর,নদী ও জলাশয় গুলিতে সতর্কতামূলক সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বীরভূম জেলা প্রশাসন। আগেই সরকারি উদ্যোগে জেলার বিভিন্ন জলাধারগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। করা হয়েছে আলোর ব্যবস্থা। কিছু কিছু জায়গায় সিসিটিভি ও ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি করা হবে বলে আগেই জানিয়েছে জেলা প্রশাসন।
বীরভূমের মুরারই স্টেশন লাগোয়া কলপুকুরে ছট পুজোর আয়োজনের ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। বিকেলে পুকুরে হাজির হয় শতাধিক ছটব্রতীরা। উৎসবে উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি খোকন শর্মা, মুরারই থানার পুলিশ আধিকারিক অভিজিৎ হাজরা, বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভকত প্রমুখ।

ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *