সেখ রিয়াজুদ্দিনঃ
১৯৮৭ সালের ১৯ নভেম্বর, বীরভূম জেলার মুলুক গ্রামে, সিপিএমের হাতে চারজন নকশালপন্থী কর্মী শহীদ হন। সেই পরিপ্রেক্ষিতে প্রতিবছর দিনটি সংগঠনের পক্ষ থেকে স্মরণসভা পালিত হয়ে থাকে। এবছরও নকশালপন্থী সংগঠন সারা ভারত কৃষক মজদুর সভার উদ্যোগে বোলপুর এলাকার মুলুক গ্রামের সেখ জিয়াউদ্দিন, সেখ মান্নান, সুধীর ঘোষ ও নির্মল ঘোষ এই চারজন শহীদকে স্মরণ ক’রে সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন সংগঠনের বীরভূম-বর্ধমান আঞ্চলিক কমিটির মুখপাত্র শৈলেন মিশ্র। তিনি তার বক্তব্যের মাধ্যমে বলেন-“জাস্টিস ওয়াজ ডিলেট, বাট নট ডিনায়েড”। এছাড়াও বলেন দীর্ঘ ২২ বছর লড়াইয়ের পর ২০০৯ সালের ৩১ মার্চ সিপিএমের ৪৬ জন কর্মীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন আদালত। ৪৭ সালের পরবর্তীতে ভারতে একসাথে এত জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে সাজাপ্রাপ্ত হয়নি। সেই অর্থে মুলুক হত্যাকাণ্ডের রায় একটি ঐতিহাসিক রায় বলে ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন দলের আন্তরিক প্রচেষ্টায় চারটি পরিবারের ক্ষতি পূরণের লক্ষ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়। সেখানে বিচারপতি পরিবার প্রতি তিন লক্ষেরও বেশি টাকা ক্ষতি পূরণ দেওয়ার আদেশ দেন এবং সেটা আদায়ও হয়েছে বলে জানান।