শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন তন্ত্রক্ষেত্র, মন্ত্রক্ষেত্র, তীর্থভূমি তারাপীঠ। বীরভূমের এই তারাপীঠ তামাম ভারতবাসীর কাছে সিদ্ধপীঠ রূপে চিহ্নিত। তারাপীঠে আলাদাভাবে কোনো দেবি মূর্তির পূজা হয় না। এই মাতারা কখনো বা কৌশিকী, কখনো বা দুর্গা, কখনো বা কালী, কখনো আবার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী নীল সরস্বতী রূপে পূজিতা হন। আজ ২১ নভেম্বর তারাপীঠের মা তারা অন্য রূপে অন্য সাজে। আজ তারামা জগদ্ধাত্রী রূপে পূজিতা হন। বছরের এই একটি দিনেই জগদ্ধাত্রী পুজোর নবমী রাতে মাতারা কে ডাকের সাজে সাজানো হয়। শোলার মুকুট, বিবিধ স্বর্ণালংকার, বেনারসি শাড়িতে মায়ের আজ অন্য এক মনমোহিনী রূপ। প্রতিদিনের মতোই নিত্য পূজা সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যার পর শুরু হয় ছাগ বলী। রাত্রিতে ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগের প্রসাদ বিতরণ করা হয়। হাজার হাজার ভক্ত-পুণ্যার্থীর ভিড় জমেছে সকাল থেকেই। রাতে তারাপীঠ সেজে উঠবে বর্ণময় আলোকমালায়।