বিজয়কুমার দাসঃ
২৩ নভেম্বর সাঁইথিয়ার বিশিষ্ট সমাজসেবী ও একদা বীরভূম জেলা কংগ্রেস সভাপতি নীহার দত্তর ৯২ তম জন্মদিন উদযাপিত হল নানা অনুষ্ঠানের মাধ্যমে। নীহার দত্ত মেমোরিয়াল সোসাইটির আয়োজনে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তাঁর প্রতিকৃতি সহ বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। পরে কামদাকিঙ্কর স্টেডিয়ামে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন তাঁর জ্যেষ্ঠপুত্র সব্যসাচী দত্ত, মধ্যম পুত্র ভাস্কর দত্ত, সহকারী পুরপিতা কাজী কামাল হোসেন সহ নীহারবাবুর অনুরাগীরা। নীহারবাবুর প্রতি কথায় কথায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রাক্তন পুর কাউন্সিলার বরুণ ভাণ্ডারী সহ অন্যান্যরা। এরপর ময়ূরাক্ষী সরণিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শহরের বহু মানুষ এদিন শিবিরে উপস্থিত হয়ে নীহারবাবুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর স্মৃতিচারণ করেন। শিবিরে রক্তদাতাদের ভিড় ছিল উল্লেখযোগ্য। এদিন বিকালে কামদাকিঙ্কর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল প্রীতি ফুটবল ম্যাচের। উল্লেখ করা যেতে পারে, সাঁইথিয়ার স্কুল কলেজ সহ খেলার মাঠ এবং অন্যান্য নানা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অত্যন্ত স্নেহভাজন রাজনীতিবিদ ছিলেন নীহারবাবু। নীহারবাবুর কনিষ্ঠ পুত্র বিপ্লব দত্ত বর্তমানে সাঁইথিয়া পুরসভার পুরপিতা।