খেলাধুলার স্বার্থে চার একর জমি দান, পাশাপাশি এ্যাম্বুলেন্স প্রদান-শিল্পপতি টুলু মন্ডলের

সেখ রিয়াজুদ্দিনঃ

“সুস্থ দেহ-সুস্থ মন, খেলাধুলার প্রয়োজন। সুন্দর দেহ সুন্দর বন, বিধাতার সেরা দান। আরো সুন্দর করি ক্রীড়া চর্চায় উন্নত মনো প্রাণ”- হ্যাঁ, উন্নত মন প্রাণ করতে হলে মাঠে আসতে হবে, যুব সম্প্রদায়কে মাঠে আনতে হবে। সামাজিক অপরাধ ক্রমশ দিনের দিন হুহু করে বাড়ছে। অসহিষ্ণু হয়ে পড়ছে সমাজ। কিশোরদের সুস্থ মানসিকতা, সম্পূর্ণ নাগরিক বেড়ে ওঠার ক্ষেত্রে খেলাধুলার বিকল্প কিছু নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রমাণিত একটা শিশুর বুদ্ধির বিকাশের ৮৭ শতাংশ ভাগে নির্ভর হয় খেলাধুলার মাধ্যমে। আর সেই খেলাধুলা অর্জন হয় কোথায়, না খেলার মাঠে। সেজন্য খেলার মাঠের অত্যন্ত প্রয়োজন। শৃঙ্খলা বোধ শুধু কোন ব্যক্তির একা নয়।সমগ্র দেশ এবং জাতির সার্বিক উন্নতির এক প্রধান হাতিয়ার হচ্ছে শৃঙ্খলা বোধ। সেই শৃঙ্খলা বোধের সূতিকাগার হচ্ছে খেলার মাঠ। উপরি উক্ত কথাগুলি মাথায় রেখে সেইরূপ একটি খেলার মাঠ সোতসাল গ্রামবাসীদের উপহার দিলেন জেলার বিশিষ্ট শিল্পপতি টুলু মন্ডল। উল্লেখ্য ব্যবসায়িক সুবিধার্থে সিউড়ির বাসিন্দা হলেও তিনি মহম্মদ বাজার ব্লক এলাকার সোতসাল গ্রামের ভূমিপুত্র। গ্রামের শিক্ষা সংস্কৃতি খেলাধুলার পরিবেশ পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার প্রতিও নজর দিয়েছেন। ভেবেছেন গ্রামের অসহায় ব্যক্তি থেকে সমগ্র গ্রামবাসীদের ভাবনা। তাইতো দ্রুত চিকিৎসা পরিষেবা তথা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে রোগীদের যাতায়াতের সুবিধার্থে তার পিতা কুদ্দুস মন্ডলের স্মরণে সোতসাল গ্রামবাসীদের হাতে তুলে দিলেন অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার বিকেলে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে খেলার মাঠ ও অ্যাম্বুলেন্স টি প্রদান করা হয় এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। এদিন অনুষ্ঠানে স্থানীয় গ্রামের হাজি সাহেব থেকে শুরু করে সোতসাল মদিনাতুল উলুম মাদ্রাসার আলেম উলেমা গন উপস্থিত ছিলেন। শিল্পপতির এরূপ উদ্যোগে স্বভাবতই এলাকার যুব সম্প্রদায় থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি সকলেই খুশি ব্যাক্ত করেন এবং গ্রাম জুড়ে আনন্দ উচ্ছাসে ভেসে ওঠে। একান্ত সাক্ষাৎকারে শিল্পপতি টুলু মন্ডল জানান আগামী জানুয়ারি থেকে খেলার মাঠটি সবুজে ভরে উঠবে, সেই সাথে বাউন্ডারি দিয়ে দেওয়া হবে। এছাড়াও বলেন সব ঠিকঠাক থাকলে গ্রাউন্ড সাজানো এবং খেলা চালু করা হবে। গ্রামের সকলের প্রতি আহ্বান জানান গ্রামের উন্নয়নের স্বার্থে সকলে মিলেমিশে এক থাকা এবং বিভেদ না করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *