শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সবচেয়ে প্রাচীন “হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের” পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে এবং ভারত সরকারের বায়োটেকনোলজি মন্ত্রকের (স্টার কলেজ স্কিমের আওতাধীন) আর্থিক সহায়তায় আজ ২৪ নভেম্বর একটি বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মহাবিশ্বের একাল সেকাল, তারা ভাঙার খেলা এমন সব জানা অজানা নানা মহাজাগতিক ঘটনা সম্পর্কে অবগত করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুরের দুজন Post dictoral fellow তথা subject expert ডঃ সুমন সরকার ও ডঃ প্রিতম ব্যানার্জী। শুরুতেই এই সেমিনারের উদ্দেশ্য নিয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত করেন কৃষ্ণচন্দ্র কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রিনি লাবার। এদিন সমস্ত অতিথি, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে স্বাগত জানান বিভাগীয় অধ্যাপিকা তথা DBT star college scheme এর বিভাগীয় coordinator তথা অধ্যাপিকা ডঃ দীপিকা সাহা। কলেজের অধ্যক্ষ ডঃ গৌতম চ্যাটার্জি এই ধরনের সেমিনারের লক্ষ্য, উদ্দেশ্য এবং ছাত্র ছাত্রীদের কাছে গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য তুলে ধরেন। বক্তব্য রাখেন কলেজের IQAC কো-অর্ডিনেটর তথা DBT star college scheme এর coordinator ডঃ শ্যামল কুমার যশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিজ্ঞান ও কলা বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা সহ ছাত্র-ছাত্রীরা। বিজ্ঞান বিভাগের মোট ৬৩ জন ছাত্র-ছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করে। আলোচ্য বিষয় নিয়ে সেমিনারের দুজন বক্তাই মহাজাগতিক ব্যাপার গুলো নিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে খুব সহজ সরলভাবে উপস্থাপিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় অধ্যাপক ড. মনোজ কুমার সাহা।
ছবি: প্রিয়রঞ্জন ধর, দুবরাজপুর, বীরভূম।