সন্তোষ পালঃ
রাজ্য জুড়ে আজ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা স্যাস পরীক্ষা আয়োজিত হল এগারো হাজার ছাব্বিশটি স্কুলের। বীরভূম জেলার তিনশো কুড়িটি প্রাথমিক, উচ্চপ্রাথমিক এবং মাধ্যমিকে প্রায় শতাধিক বিদ্যালয়ে এই পরীক্ষা নেওয়া হল। তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির পড়ুয়ারা এই পরীক্ষা দিল আজ। দুবরাজপুর চক্রের দশটি প্রাথমিক ও একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা এই পরীক্ষায় বসে আজ। কুখুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় পাল ও সহকারী শিক্ষক রামতনু নায়ক জানান পরীক্ষার হাজিরা পঁচানব্বই শতাংশ। অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ বলেন ছাত্র -ছাত্রীরা উৎসাহের সঙ্গে পরীক্ষা দিয়েছে।