সমাজসেবী সন্ন্যাসী দুর্গেশ গিরির প্রথম প্রয়াণ দিবসে দু:স্থদের শীতবস্ত্র দান বক্রেশ্বরে

উত্তম মণ্ডলঃ

সন্ন্যাসী হয়েও তিনি ছিলেন একজন প্রকৃত সমাজসেবী, ছিলেন আর্তজনের আশ্রয়। তিনি দুর্গেশ গিরি। নাগা সম্প্রদায়ের এই প্রবীণ সন্ন্যাসী গত বছর আজকের দিনে প্রয়াত হোন তাঁর প্রতিষ্ঠিত বীরভূমের শৈবক্ষেত্র বক্রেশ্বরের বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে। ৫১ পীঠের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর। সেই ৫১ পীঠের ঐতিহ্যকে সামনে রেখে সকালে আজ ৫১ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতের কম্বল। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল জেলার কবি ও সাহিত্যিকদের নিয়ে দু্র্গেশ গিরি স্মরণ সংখ্যা পত্রিকা প্রকাশের। প্রয়াত দুর্গেশ গিরি মহারাজের শ্রীশ্রী উত্তম গিরি ফাউণ্ডেশনের তরফে বাণপ্রস্থ আশ্রমের উদ্যোগে আজও এলাকার মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড চলছে। তাঁর আদর্শে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সভাপতি সবিতা ঠাকুর, তৃপ্তি বাজপেয়ী, বিশ্বনাথ কুণ্ডু, অম্বুজাক্ষ‍্য দে’সহ বিভিন্ন বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *