শম্ভুনাথ সেনঃ
ন্যাশনাল ক্যাডেট কর্পস অর্থাৎ NCC ভারতীয় সশস্ত্র বাহিনীর যুব শাখা। দেশমাতৃকার প্রতি দায়িত্ববোধ বিকাশের লক্ষ্যে তরুণদের অনুপ্রাণিত করার জন্য ১৯৪৮ সালে ভারতীয় সশস্ত্র বাহিনীর এই যুব শাখা প্রতিষ্ঠিত হয়। আজ তার ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হচ্ছে দেশজুড়ে। বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের মাঠে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৭৬ তম NCC day উদযাপিত হয়। জেলার ১৪ টি স্কুল ও ৬ টি কলেজের এনসিসি ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলে জানিয়েছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগের আধিকারিক ড. হেমন্ত সাহা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 15 বেঙ্গলের কমান্ডিং অফিসার কর্নেল পরমজিৎ সিং রায়ার, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি তথা বিচারক সুপর্ণা রায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.প্রহ্লাদ রায় সহ বিভিন্ন কলেজ এর অধ্যক্ষ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রতিযোগিতাগুলি পরিচালনা করেন কলেজ ও স্কুলের এনসিসি বিভাগের দায়িত্বে থাকা আধিকারিকরা। নাচ, গান, আবৃত্তি, অঙ্কন এমন নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে খুব উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এনসিসি ছাত্র-ছাত্রীরা NCC day পালন করে। লাভপুর ব্লকের গোপালপুর জওহর নবোদয় বিদ্যালয় এবং নলহাটি হীরালাল ভকত কলেজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। ব্যাটেলিয়ানে সর্বোচ্চ স্থান পায় সিউড়ি বিদ্যাসাগর কলেজ। অনুষ্ঠান শেষে স্থানাধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।